নিজস্ব প্রতিবেদন:  শিশুদের খেলার জায়গায় প্রোমোটারের থাবা। নিমতা নদীকূল উন্নয়ন সমিতির তিরিশ বছরের শিশু উদ্যান দখলের চেষ্টার অভিযোগ।  পার্ক বাঁচাতে পথে নেমেছেন এলাকার মানুষ। স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শিকার ধরতে এসে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ!


 নিমতায় প্রায় তিরিশ বছর ধরে চলছে শিশু উদ্যান। রক্ষণাবেক্ষণের দায়িত্ব নদীকূল উন্নয়ন সমিতির। তারাই তৈরি করে পার্কটি। কয়েকদিন আগে স্থানীয়দের নজরে আসে কয়েকজন বহিরাগত পার্কের স্লিপ, দোলনা ও বসার জায়গা ভেঙে ফেলছে।  স্থানীয়রা কথা বলতে গেলে তাদের বলা হয় এখানে বহুতল তৈরি হবে।


আরও পড়ুন: সুখী নতুন বউয়ের  ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...


এমনকি সমিতির সম্পাদককে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। বলা হয় সমিতি নাকি পাচ লক্ষ টাকার বিনিময়ে পার্কের এই কুড়ি কাঠা জমি বিক্রি করে দিয়েছে। উত্তর দমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।


বিষয়টি নিমতা থানা ও উত্তর দমদম পুরসভায় লিখিতভাবে জানানো হয়েছে। পার্ক বাঁচাতে রাস্তায় নেমে মিছিল করেন স্থানীয় মানুষ।