নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্যে দেওয়াল লিখে খুনের হুমকি। নদিয়ার শান্তিপুর বিধানসভার বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নাম করে খুনের হুমকি ঘরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে চোখে পড়ে, শান্তিপুরের করমচাপুর এবং বাগদেবীপুর এলাকায় একাধিক দেওয়ালে নীল কালিতে খুনের হুমকি লেখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন শান্তিপুর বিধানসভার বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তাঁর অভিযোগ, দল বদলের কারণেই তাঁর ওপর আক্রমণ হচ্ছে। তার বিরুদ্ধে গত ২ জানুয়ারি সকালে শান্তিপুর পৌর এলাকার একাধিক জায়গায় কুরুচিকর পোস্টার পড়ে। এরপর শুক্রবার সকালে বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুর এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাগদেবীপুর এলাকায় নীল কালিতে দেওয়াল লিখন চোখে পড়ে। এই কাজ শাসকদলের তরফ থেকে করা হয়েছে বলে তার অভিযোগ।


আরও পড়ুন:  এখনও ঘোষণা হয়নি নাম, তবু নিজের নামে দেওয়াললিখন শুরু গোসাবা বিধায়কে


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর পৌরসভা মুখ্য প্রশাসক পৌর অজয় দে। এ দিন বেলার দিকে শান্তিপুর পুলিসের তরফ থেকে বেশকিছু পৌঁছে দেওয়া হয়। খুনের হুমকি দেওয়া দেওয়াল লিখন প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'এ বিষয়ে আমি  ঠিক জানি না। তাই কোনও মন্তব্য করব না। শান্তিপুরে বিধায়ক আমাদের দলে এসেছেন। এরকম অনেকেই বিধায়কই আমাদের দলে এসেছেন। তারা সেখানে কাজ করতে পারছিলেন না, আমরা দলে নিয়েছি।'


তাঁর আর বক্তব্য 'আমাদের দলের নীতি নিয়ে যারা কাজ করতে চান এবং জনগণের সেবায় নিয়োজিত হতে চান, তাদেরই নিয়েছি। আমাদের দলে আসা মানেই তাঁদের পদ পাওয়া বা টিকিট পাওয়া নয়। আগে তাদের প্রমাণ করতে হবে যে, তারা বিজেপিতে থেকে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে পারছেন। তার যোগ্যতা প্রমাণ দিতে হবে।' এ প্রসঙ্গে মুকুল রায়ের উদাহরণ টেনে তিনি বলেন, 'যেমন মুকুল রায় ২০১৭ সালে বিজেপিতে আসলেও,২০২০ সালে তাঁকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে।'