কিরণ মান্না: পারিবারিক অশান্তি অত্যাচার সহ্য করতে না পেরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের সামনে মরণঝাঁপ গৃহবধুর। দীঘা গামী রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু শিশু ও মায়ের। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পূর্ব মেদিনীপুরের হেড়িয়াতে। হেড়িয়া রেল স্টেশনের কাছের ঘটনা। গৃহবধুর বয়স ২৭ বছর। শিশুর বয়স ৬। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছে গৃহবধুর বাবার বাড়ির লোকজনেরা। খবর পেয়ে প্রচুর মানুষ পৌঁছয় ঘটনাস্থলে। জানা গিয়েছে গৃহবধুর শ্বশুর মধুসূদন গিরি। অভিযোগ, বিয়ের পর থেকে পারিবারিকভাবে অত্যাচার চলত ও হেনস্থা করা হত ওই গৃহবধূকে। ইতিমধ্যে অশান্তি নিয়ে দুই পরিবারের মধ্যে মীমাংসায় বসার কথাও হয়েছিল। জানান গৃহবধূর কাকা গোপাল চন্দ্র দাস। 


তার মধ্যেই অত্যাচার চরমে উঠলে এই ঘটনা ঘটায় তাঁর ভাইঝি। অভিযোগ কাকা গোপালের। অভিযোগের আঙুল শ্বশুর মধুসূদন গিরি, শাশুড়ি, ভাসুর ও স্বামী বাপন গিরি সহ পরিবারের লোকজনদের বিরুদ্ধে। শিশুকে নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠলেও, পুলিস খতিয়ে দেখছে এটা কি আত্মহত্যার-ই ঘটনা নাকি কোনওভাবে ট্রেনে কাটা পড়েছে মা ও সন্তান।


আরও পড়ুন, Chinsurah: বিয়ের বাকি ১০ দিন, জগদ্ধাত্রী ঠাকুর দেখে ফিরেই চরম সিদ্ধান্ত যুবকের! পরিবারও অন্ধকারে...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)