নিজস্ব প্রতিবেদন: পীরের  পাশেই কালীর অধিষ্ঠান।  শক্তি আর সুফির এই মিল বাংলাদেশে বিরল নয়। আজকের বৈরিতার দিনে এমনই দৃশ্য দেখতে পাবেন পুরুলিয়ার হিড়বড়াল গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরুলিয়ার এই  মন্দিরের জন্ম গভীর জঙ্গলে। এক  অজ্ঞাত মুনির স্বপ্নাদেশে প্রতিষ্ঠা  হয় ভদ্রকালীর। অদ্ভুত ভাবেই তার পাশেই  জন্ম হয় এক পীরের। এ যেন ‘দেবতার’ জন্ম!



হিড়বড়ালের এই পুজোর পত্তন   প্রায় পাঁচশো বছর আগে। এই গ্রামে নেই কোনও মুসলমানের বাস। নেই কোনও  উচ্চবর্ণের পুরোহিতও। নিম্নবর্ণের বাউরি সম্প্রদায়ই এই পুজো করে থাকে। ভক্ত সমাগমে পুজোর কদিন গমগম করে হিড়বড়াল । লালনের কথাই যেন এখানে সত্যি  হল! এ যেন মনের মানুষের খোঁজ!