মনোরঞ্জন মিশ্র: ডাইনোসরের জীবাশ্ম পুরুলিয়ায়? পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের অস্থি পাহাড়ে আনন্দমার্গীদের এই দাবিকে ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়া জেলা জুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলা হয় হিম যুগে ডাইনোসরের অস্তিত্ব ছিল এই এলাকায়। তাদেরই হাড় দিয়ে তৈরি এই পাহাড়, যা আজ অস্থি পাহাড় নামে পরিচিত। পাহাড়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিশালাকার জীবাশ্ম। এগুলি বৃহদাকার সরীসৃপ জাতীয় মেরুদণ্ডী অবলুপ্ত ওই ডাইনোসরের পশ্চাৎ বা লেজের অংশ বলে দাবি আনন্দমার্গ প্রচারক সংঘের।


আরও পড়ুন: Bengal News LIVE Update: বেআইনিভাবে সরকারি জমি দখল! অভিযোগ শিক্ষক দম্পতির মেয়ের বিরুদ্ধে


১৯৮০-র দশকে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকার ওরফে শ্রীশ্রীআনন্দমূর্তি পাহাড় চূড়ায় তপস্যা করার সময় সেখানকার পাথর নিরীক্ষণ করে বলেছিলেন ডাইনোসরের অস্তিত্বের কথা। তারপরেই জায়গা চিহ্নিতকরন করে সেখানে এই ডাইনোসরের জীবাশ্ম বিষয়ে বড় বোর্ড বসান আনন্দমার্গীরা। তারপরই এই পাহাড়ের জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করার দাবি তোলেন তাঁরা। 


১৯৮০ থেকে দীর্ঘ চার দশকে ওই ২০০ ফুট উঁচু পাহাড় চূড়া ঘুরে এসেছেন প্রশাসনের একাধিক আধিকারিক। সরীসৃপ জাতীয় প্রাণীদের এই ফসিল নিয়ে পুরুলিয়ায় দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। ওই এলাকায় শাল জাতীয় বৃক্ষ, বড় জন্তু-জানোয়ারের কোমর, বাঘের মুখ, সিংহ জাতীয় জীবের পায়ের নিচের অংশের চিহ্ন মিলেছে আগেই।


আরও পড়ুন: Hooghly Incident: ৭ বছরের নাতনিকে খুঁজতেই মিলল বৃদ্ধার পরিবার, ত্রাতা সেই পুলিসকর্মী


এছাড়া অতি প্রাচীন কঠিন শিলা, সেই সঙ্গে রুপো, অভ্র মিশ্রিত শিলাও উদ্ধার হয়েছে। সেই থেকে এই পাহাড়ের ইতিহাস মানুষকে আরও আকর্ষন করে।


কিন্তু পাহাড়ের গায়ে বিশালাকার জীবাশ্মের হদিশ মেলায় রহস্য দানা বেঁধেছে। উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে মানুষের মনে। আনন্দমর্গি থেকে সাধারন মানুষ সকলেরই দাবি, জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করে কার্বন রেটিং, অন্বেষণ এবং গবেষনা করে আসল সত্য বেরিয়ে আসুক।


যদিও বিষয়টি নিয়ে DFO অঞ্জন গুহ জানান, ‘আমার কাছে এই বিষয়ে কোনও খবর নেই। তবে খোঁজখবর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)