Purulia: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মাওবাদী পোস্টার, চাঞ্চল্য পুরুলিয়ায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে ছেয়ে গেল পুরুলিয়ার বরাবাজার এলাকা।
নিজস্ব প্রতিবেদন: ফের মাওবাদী পোস্টার পড়ল পুরুলিয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে ছেয়ে গেল পুরুলিয়ার বরাবাজার এলাকা। সেই পোস্টার উদ্ধার করেছে পুলিস। পুরুলিয়ার বরাবাজার ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর মাওবাদি পোষ্টার উদ্ধার হয় মঙ্গলবার।
এদিন সকালে ঝাড়খন্ড লাগোয়া বেরাদা গ্রাম পঞ্চায়েতের কুকুচারি মোড়, তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের কেক্রো ড্যাম্, নিশ্চিন্ত পূর, পড়শা গ্রাম, বরাবাজার গ্রাম পঞ্চায়েতের জল ট্যাংকি মোড়, রজদহ গ্রামে এই পোস্টারগুলি বিভিন্ন দেওয়ালে লাগানো অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা।
শাসক দলের নেতাদের হুমকি এবং টাকা নিয়ে জঙ্গলে দেখা করার বার্তা দিয়ে পোষ্টার লাগানো হয়েছে। তবে এগুলির সঙ্গে মাওবাদী যোগ রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিস। মঙ্গলবার সকালেই পোষ্টার গুলি খুলে ফেলে স্থানীয় সিভিক পুলিসেরা।
আরও পড়ুন, Duare Sarkar: স্কুলের বারান্দায় বসে কয়েকজন, তাদের টাকা দিলেই ফর্ম ফিল আপ, পাকড়াও ৩
প্রসঙ্গত, মাওবাদীদের মূলস্রোতে ফিরিয়ে আনতে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি দিয়েছে রাজ্য সরকার। মাওবাদীদের মধ্যে ২২০ জনকে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই মোট তিন ধাপে প্রায় ১৩০০ জনকে চাকরি দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।