নিজস্ব প্রতিবেদন: NRC, CAA নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। নৈহাটিতে শীতকালীন অনুষ্ঠানের উদ্বোধনে এসে ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নৈহাটি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উপলক্ষ্য শীতকালীন উত্‍সবের সূচনা। তবে এই সফরের রাজনৈতিক তাত্‍পর্যও ছিল যথেষ্টই। লোকসভা ভোটের পর, উত্তর ২৪ পরগনায় হাতছাড়া হতে বসা পাঁচটি পুরসভা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল। রাজনৈতিক কৌশলগত যুদ্ধে বিজেপিকে হারানোর তৃপ্তিও রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এই নৈহাটিতেই বন্ধ করে দেওয়া হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। এলাকায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিদ্রুপও করা হয় তাঁকে। মুখ্যমন্ত্রী মঞ্চ বেঁধে সভা করেন। তৃণমূল কর্মীদের বুক চিতিয়ে লড়াই করতে বলেন। নৈহাটির কর্মীরা নেত্রীর মান রেখেছেন। নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, কাঁচরাপাড়া ও হালিসহরের রং ফের নীল সাদা। শীতকালীন উত্‍সবে তারই ধন্যবাদ জ্ঞাপন করলেন মমতা। পুরনো স্মৃতিও টানলেন। পাশাপাশি  কেন্দ্রের বিরুদ্ধে CAA এবং NRC নিয়ে সুরও চড়ালেন তিনি। 


এক ঝলকে দেখে নেওয়া যাক কী বললেন তিনি


রেশন কার্ড ভোটার কার্ডের লিস্টে নাম ঠিক রাখুন।
গরিব ধনী সবাই একই অধিকার। নাগরীকত্ব নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি।
কার্ড দেওয়ার নামে টাকা নিচ্ছে। মতুয়াদের ভুল বোধানো হচ্ছে
জনগনের ক্ষতি হবে এমন কাজ করব না। 
একসময় আধার প্যান নিয়ে ভয় দেখিয়েছিল।
প্রথম সাংসদ হয়েই উদ্বাস্তুদের জন্য ভেবেছি, কাজ করিছি।
কাউকে দেশ ছাড়তে দেব না, আন্দোলন চলছে চলবে।
আপনাদের চিন্তা আমার মাথায় দিয়ে দিন, আমি সামলে নেব।
সব ধর্ম বর্ণ সম্প্রদায়কে নিয়ে আমরা কাজ করেছি।