নিজস্ব প্রতিবেদন : শনিবারের দুপুরের ভূরিভোজ। একটা নধর শিয়ালছানাকে সবে সবে উদরস্থ করতে শুরু করেছিল সে। কিন্তু শান্তিমতো দুপুরের ভূরিভোজটা আর সারা হল না। তার আগেই খবর পেয়ে হাজির পুলিস ও বনদফতর। 'আটক' করে নিয়ে যাওয়া হল অজগরকে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, স্বামীকে নগ্ন করে থানায় টেনে নিয়ে গেল স্ত্রী!


রোজের মতো এদিনও বেলপাহাড়ির এনাটার জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে যান স্থানীয়রা। হঠাত্ই জঙ্গলের মধ্যে শিয়ালের আর্তনাদ শুনতে পান তাঁরা। শুনেই তাঁদের সন্দেহ হয়। কিছু দূর এগোতেই তাঁদের চোখে পড়ে জঙ্গলের মধ্যে একটি অজগর একটি শিয়ালছানাকে ধরেছে। সেটিকে খাওয়ার চেষ্টা করছে।


আরও পড়ুন, ছিপে হ্যাঁচকা টান, বড়শি টানতেই উঠল ৬ কিলোর রাঘব বোয়াল


দেখা মাত্রই গ্রামের অন্যদের খবর দেন তাঁরা। খবর যায় পুলিস ও বন দফতরের কাছেও। খবর পেয়েই সঙ্গে সঙ্গে এনাটা জঙ্গলে এসে হাজির হন পুলিস ও বন দফতরের কর্মীরা। ব্যস, দফারফা বেজে যায় অজগরের ভূরিভোজের। শিয়ালছানাকে উদরস্থ করার আগেই সাপটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। তারপর রীতিমতো তাকে 'আটক' করে গাড়ি করে নিয়ে যায় পুলিস।



এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অজগর দেখতে উপছে পড়ে সাধারণ মানুষের ভিড়।