ভাত বাড়তে গিয়ে `শব্দ` শুনে রান্নাঘরের ছাদে তাকাতেই হাড়হিম গৃহবধূর...
রান্নাঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই সখিনার কানে আসে হিস হিস শব্দ।
নিজস্ব প্রতিবেদন : রান্নাবান্না সেই সকালেই হয়ে গেছে। ঘরের বাকি কাজও শেষ। স্নান সেরে এবার খেতে বসার পালা। পরিবারের সবাই খেতে বসে গিয়েছে। ভাত বাড়ার জন্য রান্নাঘরে ঢুকেই চমকে উঠলেন সখিনা খাতুন।
রান্নাঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই সখিনার কানে আসে হিস হিস শব্দ। উপরে ছাদের দিকে তাকাতেই হাড়হিম হয়ে এল তাঁর। সখিনা দেখেন, রান্নাঘরের ছাদ আর দেওয়ালের খাঁজে কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি বিশাল অজগর। সাপ দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় হয় সখিনার।
আরও পড়ুন, কোটি টাকা মূল্যের জোড়া টিকটিকি! বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুরের শুলিপাড়ায়। অজগর দেখেই ভয়ে চিত্কার করে ওঠেন সখিনা। তাঁর চিত্কারে ছুটে আসেন বাড়ির অন্যরা। রান্নাঘরে অজগর দেখতে সখিনার বাড়িতে ভিড় জমায় পাড়া-প্রতিবেশীরাও। অজগরটিকে উদ্ধার করার জন্য বন দফতরে খবর হয়েছে। ভিডিওয় দেখুন, রান্নাঘরে অজগর-