নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের পরীক্ষায় বিভ্রাট। সেকেন্ড পেপারের পরীক্ষায় থার্ড পেপারের প্রশ্ন দেওয়ার অভিযোগ। প্রায় আধ ঘণ্টা ধরে চলে বিভ্রান্তি। এরপর বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট টু-এর মাস কমের সেকেন্ড পেপারের পরীক্ষা ছিল। নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই পরীক্ষা হলে পৌঁছন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকেন ছাত্রছাত্রীরা। চলে গুঞ্জন। ভালো করে প্রশ্নপত্র খুটিয়ে পড়ার পর বিষয়টি খোলসা হয়। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, সেকেন্ড পেপারের পরীক্ষার দিন থার্ড পেপারের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। অধ্যাপকরা বিএ পার্ট টুয়ের প্রশ্নপত্র বিভ্রাটের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। প্রায় আধ ঘণ্টা ধরে চলে বিভ্রান্তি। সেকেন্ড পেপারের প্রশ্নপত্রে থার্ড পেপারের প্রশ্ন থাকার অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। পরে বিষয়টি খতিয়ে দেখে এদিনের মতো পরীক্ষা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।