একাধিক অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ রবিন দেব
কমিশনকে তিনি এও জানান, দুপুরের পর হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ছিল না।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চমদফা ভোটের দিন কমিশনের দ্বারস্থ রবিন দেব। তার অভিযোগ আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী। তাঁর দাবি শান্তিপূর্ণ ভোটের যে আশ্বাস কমিশন দিয়েছিলেন তার কিছুই করেনি কমিশন। রবিন দেবের অভিযোগ বিগত চারদফায় শান্তিপূর্ণ ভোট হয়নি, পঞচম দফায় বনগাঁ-সহ বেশ কিছু কেন্দ্রের দিকে নজর দিতে বলা হয়েছে নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেনি। গয়েশপুর, বিষ্ণপুর-সহ তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে বামপ্রার্থীরা। কমিশনকে তিনি এও জানান, দুপুরের পর হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ছিল না।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তেঁতুলিয়ায় আক্রান্ত Zee ২৪ ঘণ্টার সাংবাদিক
পাশাপাশি ইভিএম বিভ্রাট, ভোটারদের নিরাপত্তা, এমনকী অনুব্রতকে নিয়েও অভিযোগ তোলেন তিনি। রবিন দেবে কথায়, বাম প্রার্থীদের ওপরেই সমস্তদোষারোপ করা হচ্ছে।