ওয়েব ডেস্ক: আজ পঁচিশে বৈশাখ। কবিগুরুর ১৫৭তম জন্মদিবস। সকাল থেকেই শুরু হয়েছে কবি বন্দনা। শহর কলকাতা থেকে গ্রাম-মফ্ফস্বল। সর্বত্র গানে-কবিতায় চলছে রবীন্দ্র স্মরণ। কেনই বা চলবে না? কবিগুরু যে বাঙালির মননে, কল্পনায়, চেতনায় কিংবা অবচেতনে সবসময় জড়িয়ে। বাঙালির এমনিতেই ১২ মাসে ১৩ পার্বণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সালিশি সভা চলাকালীনই দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম কমপক্ষে ২২ জন


তারই মধ্যে ক্যালেন্ডারের ওই ৩৬৫ দিনের মধ্যে বরাবরই বাঙালির কাছে স্পেশাল এই ২৫-শে বৈশাখ। কবিগুরু নিজেই তো লিখে গিয়েছিলেন, 'এসো হে বৈশাখ'। আর সেই বৈশাখের প্রথম দিনটা যদি হয় নববর্ষের সূচনা, তাহলে শেষ বৈশাখের ওই ২৫ তারিখটাই যে গোটা বছরের সবথেকে প্রাণের দিন। সেইজন্যই তো আজ গোটা রাজ্যবাপি চলছে কবি বন্দনা।


আরও পড়ুন  অবশেষে পুলিসের জালে ধরা পড়ল সোনারপুরের অভিযুক্ত প্রোমোটার তপন মণ্ডল