ওয়েব ডেস্ক: ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে রায়গঞ্জ। বেশিরভাগ এলাকা থেকেই জল নেমে গিয়েছে। জল মগ্ন এলাকাগুল থেকে জল সরানোর চেষ্টা চালাচ্ছে পুরসভা। ধীরে ধীরে বাড়ি ফিরছেন, বানভাসি এলাকার বাসিন্দারা। আজই  প্রথম স্পেশাল ট্রেনটি পৌছছে রায়গঞ্জে।  চারদিকে এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রকৃতির ধ্বংসলীলার চিহ্ন।তবে তার মধ্যেই নতুন করে আশায় বুক বাঁধছে রায়গঞ্জ। বেশিরভাগ এলাকা থেকেই জল নেমে গিয়েছে। তবে শহরের নীচু অঞ্চল এখন জল মগ্ন। সেখানে জল সরাতে পাম্প বসিয়েছে পুরসভা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বানভাসি মালদায় সবজির দাম আকাশ ছুঁয়েছে


শহরের দক্ষিণের নিকাশী নালাগুলি ভর্তি থাকায়, উত্তর দিক থেকে বার করা হচ্ছে জল। যুদ্ধকালীন তত্পরতায় কাজে নেমেছে পুরসভা। বন্যা পরিস্থিতির জন্য বন্ধ ছিল ট্রেন  চলাচল। রবিবারই হাওড়া থেকে প্রথম স্পেশাল ট্রেনটি রায়গঞ্জ পৌঁছল। যাত্রীদের শিলিগুড়ি পৌছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করেছিল প্রশাসন। স্টেশনে জল-খাবারের ব্যবস্থাও ছিল যাত্রীদের জন্য। সামনেই শারদ উত্সব। তার আগে আবার নতুন করে ছন্দে ফেরার চেষ্টায় এখন মরিয়া রায়গঞ্জ।


আরও পড়ুন  বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন অধীর চৌধুরি