নিজস্ব প্রতিবেদন: চাকদহে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে তুলকালাম রানাঘাট-শিয়ালদহ শাখার তিন স্টেশন। বহুক্ষণ আটকে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি চাকদহে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গরম থেকে মুক্তি, বিকেলে কলকাতা-শহরতলিতে হতে পারে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি


শুক্রবার চাকদহে গুলিতে খুন হন সন্তু ঘোষ নামে এক যুবক। বিজেপি সমর্থকদের দাবি সন্তু ঘোষ নামে বথর বাইশের ওই যুবক তাদের দলের কর্মী। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুক্রবার রাতে গৌড়পাড়া তপবন স্কুলের কাছে তাঁকে গুলি করে দুস্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করার জন্যই খুন করা হয়েছে সন্তুকে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই শিমুরালি, চাকদহ ও মদনপুর স্টেশনে রেল লাইনে বসে পড়েন বিজেপি কর্মীরা। জয় শ্রীরাম, ভারতমাতা কী জয় স্নোগান দিয়ে তারা রেল আটকে দেন।



আরও পড়ুন-হারের পরও কেশপুরে গেরুয়া দাপট, দলীয় পতাকা লাগিয়ে তৃণমূলের বহু কার্যালয় দখল বিজেপির


শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মদনপুর স্টেশন অবরোধ করেন কয়েকশো বিজেপি সমর্থক। তাদের বিক্ষোভে আটকে পড়েন বহু মানুষ। একই সময়ে অবরোধ করা হয় শিমুরালি ও চাকদহ স্টেশন। ফলে অচল হয়ে পড়ে গোটা রানাঘাট-শিয়ালদহ সেকশন। পাশাপাশি চাকদহে জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। সকাল নটা নাগাদ তা উঠে যায়।