নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা। কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ। অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। 
ভোটের দিন বোমাবাজির প্রতিবাদে সকাল থেকেই কাঁকিনাড়া স্টেশনে রেললাইন অবরোধ করেন বিক্ষোভকারীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




প্রসঙ্গত, ভোটের দিন ভাটপাড়া, শাসন, ইসলামপুর-সহ একাধিক এলাকায় বোমাবাজি হয়। ভোট চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে ওটে নস্করপাড়া। এদিন দুপুরে হঠাৎই বোমার আওয়াজে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


ওয়াররুম থেকেই সারাদিন এলাকার ভোট পরিচালনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


কুলারি, পূর্ব বারুইপুর-সহ বেশ কিছু এলাকায় অশান্তির সৃষ্টি হয়। দুই দলের বচসা গড়ায় হাতাহাতিতে, চলে মারধরও। ঘটনাস্থলে কোনও পুলিসবাহিনী না থাকায় পরিস্থিতি আরও অবনতি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে তৃণমূলের এক কর্মী।