কাঁকিনাড়ায় ফের রেল অবরোধ, চলছে বারাকপুর থেকে শিয়ালদহগামী ট্রেন
অশান্তি জারি কাঁকিনাড়া ভাটপাড়ায়। ফের কাঁকিনাড়ায় বোমাবাজি হয়।
নিজস্ব প্রতিবেদন: ফের কাঁকিনাড়ায় রেল অবরোধ। স্থানীয় বিবাদকে কেন্দ্র করে রেল অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। ব্যস্ত সময়ে শিয়ালদা শাখার মেন লাইনে ট্রেন চলাচল বিঘ্ন। প্রায় ঘণ্টা দেড়েক পর বারাকপুর থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। অন্যদিকে নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন চলছে। তবে বিক্ষোভ জারি।
অশান্তি জারি কাঁকিনাড়া ভাটপাড়ায়। রবিবার রাতে ফের কাঁকিনাড়ায় বোমাবাজি হয়। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকেই রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রেললাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বন্ধ হয়ে যায় শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। এক ঘণ্টা হয়ে গেলেও ঘটনাস্থলে রেল পুলিশের দেখা নেই। চোখে পড়েনি বারাকপুর পুলিশ কমিশনারেটের কোন আধিকারিকেরও। ট্রেনেই আটকে রয়েছেন যাত্রীরা।
লাভপুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, জখম ২
রবিবার কাঁকিনাড়া কাটাডাঙ্গা রেল কোয়ার্টার থেকে ৫০ টি তাজা বোমা উদ্ধার করে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ তল্লাশি চালায় রেল কোয়ার্টার এলাকায়। এরপরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে বোমা ও তৈরির মশলা উদ্ধার করে পুলিস।