নিজস্ব প্রতিবেদন: গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে মুক্তি। অবশেষে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে। কৃষ্ণনগরে প্রাণ গেল এক ব্যক্তির। কাটোয়ায় ব্যাহত ট্রেন চলাচল। ব্যাপক ক্ষয়ক্ষতি হল বীরভূমেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এপ্রিলে তাপমাত্রা পারদ ৪০-র উপরে! গ্রীষ্মের প্রবল দাবদাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এমনকী, তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়ও। এদিন সন্ধ্যা নামতেই ঝড়-বৃষ্টি শুরু হয় বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া হুগলির একাংশে। গরম থেকে যেমন স্বস্তি মিলল, তেমনি ক্ষয়ক্ষতি, এমনকী প্রাণহানির ঘটনাও ঘটল।


আরও পড়ুন:  বেআইনি বালি-পাথরের কারবারিদের বিরুদ্ধে অভিযান, আহত ৮ পুলিসকর্মী


জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কৃষ্ণনগরে স্কুটি চালিয়ে টিউশনি করতে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রবীন্দ্রনাথ প্রামানিক। ৩৪ নম্বর জাতীয় সড়কে রেলব্রিজের কাছে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়়ে মাথায়! সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। হাসপাতালে নিয়ে গেলে রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। কৃষ্ণনগর শহরেরই শক্তিনগর আবার জানলার কাঁচ ভেঙে মাথায় আঘাত পেয়েছেন আরও একজন। 



এদিকে ঝড়ের দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কাটোয়া স্টেশনে। ব্যাহত হয় ট্রেন চলাচল। রেলগেটের কাছে যানজটে আটকে পড়েন বহু মানুষ। বীরভূমের দুরবাজপুরে রাস্তায় ভেঙে পড়ে মোবাইল টাওয়ার। শুধু তাই নয়, জেলা জুড়েই ঝড়ে ক্ষতি হয়েছে প্রচুর মাটির বাড়ি। এমনকী, ভেঙে গিয়েছে অনেক পাকা বাড়ির দরজা-জানলাও। তবে হতাহতের কোনও খবর নেই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)