নিজস্ব প্রতিবেদন : তীব্র গরম থেকে এবার মিলতে পারে মুক্তি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে গরমের হাত থেকে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি থাকবে বলেই জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টির দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমে জ্বালা ধরছে চোখমুখেও। এসবের মধ্যে বৃহস্পতিবার দুপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির দেখা মেলে। তাতে অবশ্য স্বস্তি মেলেনি এতটুকু।


আরও পড়ুন : গরমের জ্বলুনি, সুস্থ থাকতে যে খাবারগুলি একেবারেই খাবেন না


এদিকে তীব্র গরমে যখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাসফাঁস অবস্থা, তখন উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। শুধু তাই নয়, ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে বলেই জানা যাচ্ছে।


আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকবে। তার জেরে তীব্র গরম থেকে স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে।