নিজস্ব প্রতিবেদন:  উত্তরবঙ্গের দিকে সরছে মৌসুমী অক্ষরেখা। পাটনা থেকে বহরমপুর হয়ে বাংলাদেশ ও দক্ষিণ অসমের উপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত বর্তমানে এই অক্ষরেখা।
অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি মূলত অসম ও মেঘালয়ে। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের নদীর জলস্তর বাড়তে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। মঙ্গলবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।


দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ও। সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।


সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ।


ওড়িশা থেকে বিহারের পর্যন্ত অক্ষরেখা এছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রাজস্থান, গুজরাতে ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বিহার, ওড়িশা, ছত্রিশগড় এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে দক্ষিণের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস।