আগামী শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভিজবে দেখে নিন
বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে।
নিজস্ব প্রতিবেদন: আগামী শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। বৃষ্টিতে ভেঙ্গে গেল লিস নদীর বাঁধ। আর সেই ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকছে মালবাজার মহকুমার সাউগাও বস্তিতে। ইতিমধ্যে জলের স্রোতে ভেঙ্গে গেছে যাতাযাতের এক মাত্র কালভার্ট এবং রাস্তা।
‘কাঁচরাপাড়া পুরসভা পুনর্দখল করব আমরাই’, কাউন্সিলরদের পাশে নিয়ে দাবি ফিরহাদের
জল ঢুকছে মালবাজার মহকুমার সাউগাঁও বস্তিতে, অন্যদিকে ঠিক সেইসময়ই ধসে বিধ্বস্ত সড়ক যোগাযোগ। বৃষ্টির জেরে ব্যাহত ডুয়ার্স রুটে ট্রেন চলাচলও।
বৃষ্টিতে ধস নেমেছে সেবকের কাছে কালিঝোরায়। সেবক কালীবাড়ির কাছে দুই জায়গায় ধস নেমেছে বলে জানা গিয়েছে। এর জেরে বিপর্যস্ত সড়ক যোগাযোগ। শিলিগুড়ি- সিকিম ও শিলিগুড়ি-ডুয়ার্স রুটে বন্ধ যান চলাচল।