ওয়েব ডেস্ক: হাঁসফাঁস গরম থেকে স্বস্তি। কালবৈশাখির হাত ধরে প্রাণ জুড়োল রাঢ় বঙ্গে। গরমের শুরুতেই ফুটিফাটা হয়ে গিয়েছিল পুরুলিয়ার মাটি। দুদিনের বৃষ্টিতে শ্রী ফিরেছে মাটির। বাঁকুড়ার রুক্ষ লালমাটিতেও বৃষ্টির স্পন্দন। বিকেলের পরই তুমুল ঝড়-বৃষ্টি হয় জেলায়।  ব্যাপক ঝড়বৃষ্টি বর্ধমানেও।  জেলাজুড়ে তুমুল বৃষ্টিতে কিছুটা ক্ষতির মুখে পাকা বোরো ধান। শহরের বেশকিছুটা অংশ বিদ্যুত্‍ বিচ্ছিন্ন। কালবৈশাখীর স্বস্তি হুগলিতেও।  সন্ধেয় পর ঝড়বৃষ্টিতে রেহাই মিলেছে দিনভর ভ্যাপসা গরমের হাত থেকে। বৃষ্টির দাপটে পণ্ড হয়ে যায় বাবুল সুপ্রিয়র বর্ষবরণের অনুষ্ঠানও। কালবৈশাখি স্বস্তি দিয়েছে বীরভূমেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বহরমপুর শহরে চলছে লাগাতার গাছ কাটা, প্রতিবাদ শুধু সোশ্যাল নেটওয়ার্কে


কালবৈশাখীর বৃষ্টিতে স্বস্তির সঙ্গে সামান্য দুর্ভোগও। বারাকপুরে প্রবল ঝড়বৃষ্টিতে উপড়ে যায় অসংখ্য গাছ।  শিয়ালদা মেন শাখার জগদ্দল স্টেশনের ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে। মুহুর্তে ছিঁড়ে যায় তার। ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।  গাছ ভেঙে বিপত্তি চন্দননগরেও। অটোর ওপর গাছ ভেঙে পড়ে আহত হন চারজন। অন্যদিকে, আসানসোলের পারাজ স্টেশনের কাছে বিদ্যুতের ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে বিপত্তি। আটকে পড়ে শিয়ালদা-নয়াদিল্লি আপ রাজধানী এক্সপ্রেস। বর্ধমান ১ নং প্ল্যাটফর্মের কাছে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে রাজধানী এক্সপ্রেস।


আরও পড়ুন  অবশেষে বাড়ি ফিরছেন অসমের মেঘনাদ মুণ্ডা