নিজস্ব প্রতিবেদন: ক্যালেন্ডার বলছে এসেছে ফাগুন। রাজ্যজুড়ে শীতের কামড় কিন্তু তাতে কমেনি। দেখে মেলেনি দখিনা বাতাসের। এরই মধ্যে আরও আশঙ্কার খবর শোনালো হাওয়া অফিস। তারা জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে ফের একবার পশ্চিমবঙ্গের আকাশ ঢাকতে চলেছে মেঘে। আগামী কয়েকদিনে হতে পারে কয়েক পশলা বৃষ্টিও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি শীতে উত্তর ভারতের ওপর দিয়ে বয়ে গিয়েছে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরে রেকর্ড তুষারপাত হয়েছে হিমালয়ের পার্বত্য এলাকায়। চলতি মাসেই প্রবল শিলাবৃষ্টিতে ঢেকেছে রাজধানী দিল্লি ও লাগোয়া নয়েডার বিস্তীর্ণ এলাকা। তার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের হাজির পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরে ফের উত্তর ভারত জুড়ে বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। বাদ নেই পশ্চিমবঙ্গ। 


শীত বিদায়, এবার খালি পারদ চড়ার পালা, জানাল হাওয়া অফিস


হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে হালকা বর্ষণের সম্ভাবনা। শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। 


বৃষ্টির পর রোদ উঠলে ফের একবার নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে ফেব্রুয়ারি কাটাতে হতে পারে কম্বল মুড়ি দিয়েই।