ওয়েব ডেস্ক: কোথাও মেঘলা আকাশ, যেকোনও মুহূর্তে বৃষ্টি নামবে। কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপে মুখভার দক্ষিণবঙ্গের।


উড়ান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের


নিম্নচাপের জেরে গতকাল রাত থেকেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে বাঁকুড়ায়। সকালে বৃষ্টির বেগ কিছুটা কমলেও ঝিরঝিরে বৃষ্টি কিন্তু থামেনি। পশ্চিম মেদিনীপুরেও রাত থেকেই বৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টি হয়েছে পুরুলিয়া জেলাতেও। সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে আকাশ। আসানসোলেও সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তার সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার ব্যাপক দাপট। বর্ধমানেও একই অবস্থা। সকাল থেকেই চলছে নাগাড়ে বৃষ্টি। সব মিলিয়ে নিম্নচাপের এই বৃষ্টিতে নাজেহাল অবস্থায় বিভিন্ন জেলার মানুষ।


জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, ঘোষণা করতে পারেন একাধিক উন্নয়নমূলক কর্মসূচির