নিজস্ব প্রতিবেদন: নির্বাচনের দিন গোনা শুরু হয়ে গেছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে নির্বাচন কমিশন। তল্লাসিতে এর আগেও উদ্ধার হয়েছে বহু অস্ত্র কারখানা, টাকা ইত্যাদি। রাজারহাট এলাকায় ফের অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ শাখা। জানা গিয়েছে ছোট গাতি এলাকায় বেশ কয়েক বছর ধরেই চলছিল কারখানা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাচ্চার মত আচরণ করে নির্বাচন জেতা যায় না: মোদী LIVE


অস্ত্র কারখানা থেকে মিলেছে বন্দুক তৈরির জন্য রয়েছে সব রকম মেশিন। পুলিশ সূত্রের খবর, দু’তিন আগে রাজারহাট এলাকা থেকে ধৃত মুন্নাকে জিজ্ঞাসাবাদ করার পর ছোটগাতি এলাকার খবর জানতে পারেন তদন্তকারীরা। মাসে ছ হাজার টাকায় ভাড়ায় চারটি ঘর ভাড়া নিয়ে চলছিল বেআইনি কারখানা। দুটি ধরে চলত অস্ত্র তৈরির কাজ। বাকি দুটি ঘরে থাকা এবং রান্না। বাড়ির মালিক সাকিনা বিবি বলেন, ‘আমাদের বলা হয়েছি গাড়ির পার্টস তৈরি হয়। বাইরে থেকে লোক আসত রান্নার কাজে।



ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বন্দুক উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে বন্দুক তৈরির ছাঁচ, লেদ মেশিন, মিলিং, ড্রিলিং-সহ বেশ কিছু মেশিনও।