নান্টু হাজরা: রাজারহাটে নার্সারি বাগানে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু। নার্সারি বাগানের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। এরপরই নার্সারি বাগানের কর্মীরা চম্পট দেয় হাসপাতাল থেকে। বৃহস্পতিবার রাতে নার্সারি বাগানের চারজন কর্মী শুভকে আহত অবস্থায় নিয়ে যায় রেকজোয়নী হাসপাতালে। পরিবারের অভিযোগ এটা কোনও দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Abhishek Banerjee: কলকাতা বাদে পিছিয়ে থাকা পুরসভায় রদবদল? মমতাকে রিপোর্ট অভিষেকের!


দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গরের গাজীপুর এলাকার বাসিন্দা শুভ সর্দার (22) রাজারহাট ঝালিগাছি এলাকার একটি নার্সারি বাগানে( তারা মা) কাজ করত। নার্সারি বাগানের কর্মীদের দাবি, শুভ ইলেকট্রিক শক খেয়েছে। চিকিৎসকরা দেখে মৃত বলে ঘোষণা করে শুভকে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় শুভর বাবা। ফোন করে পরিবারের লোকজনকে ডাকতে যাচ্ছিল, সেই সময় অভিযোগ নার্সারি বাগানের কর্মীরা শুভর বাবার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।


পরিবারের দাবি, এটা কোনও দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবে ইলেকট্রিক শক দিয়ে শুভকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্তে রাজারহাট থানার পুলিস। নেহাতই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন খতিয়ে দেখা হচ্ছে পুলিসের পক্ষ থেকে।



আরও পড়ুন, Kolkata Medical College: আর টাকা দিলেই মিলবে না বেড! মেডিক্যাল কলেজের দালালচক্রে এল নয়া মোড়...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)