অমিত শরণে যেতেই ফেসবুক থেকে `মাতৃসম নেত্রী`কে সরালেন Rajib
বদলে ফেললেন ফেসবুক পেজের প্রোফাইল পিকচার।
নিজস্ব প্রতিবেদন: 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন অতীত'। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক পেজ থেকে তৃণমূলনেত্রীর ছবি সরিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রোফাইল পিকচারে বসালেন নিজের ছবি। সঙ্গে ক্যাপশন, 'মানুষের সাথে, মানুষের পাশে'।
তাঁর জন্য় বিশেষ বিমান পাঠিয়েছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ সফর বাতিল হওয়ার পর সেই বিমানে চেপে এদিন দিল্লিতে অমিত শাহের বাড়িতে যান রাজীব বন্দ্যোপাধ্য়ায়। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠকের পর যোগ দেন বিজেপিতে। পরে রাজীব সাংবাদিকদের বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমায় ডেকেছিলেন। উনি বারবার বলেছেন, আগামিকালের যোগদান গুরুত্বপূর্ণ ছিল। নিজের উদ্যোগে বিশেষ বিমান পাঠিয়েছিলেন। আমি অত্যন্ত আনন্দিত। সম্মানিত। কৃতজ্ঞতা জানাচ্ছি। ' বাংলায় শিল্প ও প্যাকেজের দাবিও জানিয়ে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: 'বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই,' শাহি দরবারে BJP-তে Rajib
দিল্লিতে যখন সংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তখনও তাঁর ফেসবুকে জ্বলজ্বল করছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বস্তুত, গতকাল বিধানসভা থেকে বেরোনোর সময়ে রাজীবের হাতে ছিল তৃণমূলনেত্রীর ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মাতৃসম নেত্রী' বলেও সম্বোধন করেছিলেন তিনি। এবার কী করবেন? সাংবাদিকদের প্রশ্নে মুখে স্পষ্ট জবাব আসে, 'আগেও বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আলোচনা যদি সদর্থক হয়, তাহলে নিশ্চিতভাবেই পার্টিতে যোগ দেব। আমি যখন যোগদান করেছি, তখন আমি ভারতীয় জনতা পার্টির সদস্য। স্বাভাবিকভাবে ফেসবুকে আগের যা কিছু ছিল, সব সরে যাব।' এর কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুক পেজ থেকে তৃণমূলনেত্রীর ছবি সরিয়ে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা।