নিজস্ব প্রতিবেদন: গ্রেফতারির হাত থেকে বাঁচতে দিনভর এক আদালত থেকে অন্য আদালতে ছুটে বেড়ালেন কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার। আজ রাত ১২টায় শেষ হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গ্রেফতারির ওপর রক্ষাকবচ। ওদিকে শুক্রবার সকালেই তাঁর আগাম জামিনের আবেদন শুনতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেয় হাইকোর্টের দ্বারস্থ হতে। সেই থেকে শুরু হয় বিপত্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন সাত তাড়াতাড়ি প্রথমে হাইকোর্টে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার চেষ্টা করেন রাজীব কুমার। কিন্তু আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলায় শেষ পর্যন্ত আবেদন করে উঠতে পারেননি তিনি। 


লোকসভা ভোটে পাহাড়িয়াদের পাশে পেয়ে GTA ভেঙে দেওয়ার দাবি তুললেন গুরুংরা


এর পর বারাসত আদালতের দ্বারস্থ হন তিনি। সেখানে কয়েকটি এজলাসে আইনজীবীদের কর্মবিরতি উঠেছে। তারই একটিতে জামিনের আবেদন করেন রাজীব কুমার। কিন্তু সূত্রের খবর, সেই আবেদনও গৃহীত হয়নি। আদালতসূত্রে জানা গিয়েছে, আইনজীবীর মাধ্যমে আবেদন না করে আদালতের এক কারণিককে দিয়ে আবেদন করেন তিনি। যার ফলে ওই মামলা শুনতে চাননি বিচারক। ফলে এখনো ঝুলে রইল রাজীবের জামিন।