নিজস্ব প্রতিবেদন: রণাঙ্গনে হতাহত সেনাকর্মীদের প্রাপ্ত ক্ষতিপূরণের পরিমান ৪ গুণ বাড়াল মোদী সরকার। সেনাবাহিনীর দীর্ঘ দিনের এই প্রস্তাবে শনিবার সায় দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর ফলে রণাঙ্গনে হতাহত সেনাকর্মীর নিকটাত্মীয় ৮ লক্ষ টাকা আর্থিক অনুদান পাবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রণাঙ্গনে হতাহত সেনাকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রয়েছে আর্মি ব্যাটেল ক্যাসুয়ালটিজ ওয়েলফেয়ার ফান্ড। এতদিন রণাঙ্গনে কোনও সেনাকর্মী শহিদ হলে বা ৬০ শতাংশে বেশি কর্মক্ষমতা হারালে তাঁকে বা নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হত। দীর্ঘদিন ধরে এই অনুদানের অংক বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন সেনাকর্মীরা। অবশেষে সেই দাবি মেনে নিলেন প্রতিরক্ষামন্ত্রী। স্বরাষ্ট্র দফতরের এক মুখপাত্র একথা জানিয়েছেন। 


তোলা দিতে অস্বীকার, বিরাটিতে প্রোমোটারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি-গুলি 


বর্তমানে এই অনুদান ছাড়াও সেনাকর্মীরা ২৫ থেকে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়ে থাকেন। এছাড়া গোষ্ঠী বিমার অধীনে আরও ৪০ থেকে ৭৫ লক্ষ টাকা পেয়ে থাকেন তাঁরা।