নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভায় বাম-কংগ্রেস প্রার্থী বিকাশ ভট্টাচার্যের পথের কাঁটা তৃণমূল সমর্থিত প্রার্থী দিনেশ বাজাজ। পুরনো ক্ষোভ থেকে বিকাশ ভট্টাচার্যকে মানতে পারছে না তৃণমূল শিবির। সেক্ষেত্রে নির্দল প্রার্থী দিনেশ বাজাজের জেতা নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কেন্দ্রীয় হারে ১৫৪% ডিএ পাবেন রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মচারীরা


রাজ্যসভায় ইতিমধ্যেই চার আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। মনোনয়নপত্র জমা দিয়েছেন, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নুর, দিনেশ ত্রিবেদী ও সুব্রত বক্সী। এর পরে পড়ে থাকে আরও একটি আসন। সেই আসনে বাম-কংগ্রেস প্রার্থী বিকাশ ভট্টাচার্য ও বিপক্ষের প্রার্থী দিনেশ বাজাজ। সেখানেই অঙ্ক কষছে তৃণণূল কংগ্রেস।


আরও পড়ুন-হংকং থেকে টানেল মনিটরিং কমিটির প্রধানের ফেরা নিয়ে আশঙ্কা, সমস্যায় ইস্টওয়েস্ট মেট্রো  


কী হিসেব তৃণমূলের? চার প্রার্থীকে ৪৯টি করে ভোট দিতে হবে তৃণমূলকে। তার পরেও তৃণমূলের হাতে থাকবে ২৮টি ভোট। সূত্রের খবর, জিজেএম-এর ২ জনের ভোট পাবে বলে মনে করছে তৃণমূল। আর বাম কংগ্রেস শিবির থেকে ৫ জনকে ক্রস ভোটিং করানের চেষ্টা শুরু হয়েছে। তার পর সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোটও রয়েছে। সবেমিলিয়ে রাজ্যসভায় বিকাশবাবুকে আটকাতে বদ্ধ পরিকর ঘাসফুল শিবির।