নিজস্ব প্রতিবেদন : রামনবমী ঘিরে টানটান উত্তেজনা রাজ্যজুড়ে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, "রামনবমীর মিছিলে বাধা দিলে লঙ্কাকাণ্ড বাঁধবে।" অন্যদিকে, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও। তাঁর স্পষ্ট বক্তব্য, "আইন ভাঙলে কাউকে রেয়াত করা হবে না।" এদিকে রামনবমীর প্রস্ততি পর্বেই অশান্তি ছড়াল বীরভূমের নলহাটিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, রামনবমী কারও একার উত্সব নয়, বিজেপিকে খোঁচা ফিরহাদের


অস্ত্র মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। শনিবার রাতে পুলিস সেই নিষেধাজ্ঞা প্রচার করার সময়ই, একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিসও।


এই ঘটনায় এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বীরভূম। সিউড়ি শহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। কাড়িধ্যা এলাকাতেও মিছিল উপলক্ষে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিস। উপস্থিত রয়েছেন জেলা পুলিসের কর্তারা।


আরও পড়ুন, রাম নিয়ে রবিবার লঙ্কাকাণ্ড! মুখোমুখি বিজেপি-তৃণমূল


প্রসঙ্গত, এবারই প্রথম রামনবমীর মিছিল করতে চলেছে তৃণমূল। অন্যদিকে রাজ্যজুড়ে পাঁচশোটি শোভাযাত্রা করার ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ।