Rampurhat Arson: বগটুই কাণ্ডে এবার কম্পালসরি ওয়েটিংয়ে রামপুরহাট SDPO
`এখানের SDPO যখন দেখলেন একজন খুন হয়েছে, তারপরেও কেনও ব্যবস্থা নেওয়া হল না? এসডিপিও, আইসি তাঁদের দায়িত্ব পালন করেনি।`
নিজস্ব প্রতিবেদন : বগটুই কাণ্ডে রামপুরহাট (Rampurhat) থানার IC-কে সাসপেন্ড করার পর এবার কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল রামপুরহাটের SDPO-কে। আগেই 'ক্লোজ' করা হয়েছিল SDPO সায়ন আহমেদকে। এবার কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল রামপুরহাটের SDPO-কে।
প্রসঙ্গত, এদিন রামপুরহাটের ঘটনায় (Rampurhat Arson) কর্তব্যে ব্যাপক গাফিলতির অভিযোগে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে (Rampurhat IC) সাসপেন্ড করা হয়। সাসপেনশনের চিঠিতে ত্রিদীপ প্রামাণিককে বরখাস্ত করার নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দেন রাজ্য পুলিসের ADG আইন-শৃঙ্খলা। এরপরই সন্ধ্যায় সামনে এল রামপুরহাট SDPO-ও সায়ন আহমেদকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো সিদ্ধান্ত।
উল্লেখ্য, এদিন বগটুইয়ে গিয়ে আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়ে মুখ্যমন্ত্রী পুলিস প্রশাসনের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, "এখানের SDPO যখন দেখলেন একজন খুন হয়েছে, তারপরেও কেনও ব্যবস্থা নেওয়া হল না? এসডিপিও, আইসি তাঁদের দায়িত্ব পালন করেনি। যারা জেনেও ব্যবস্থা নেয়নি, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" প্রসঙ্গত, সোমবার রাতে বগটুই গ্রামের তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে (Bhadu Seikh) লক্ষ্য করে বোমা ছুঁড়ে খুন করা হয়। ঘটনার পরই একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতভর চলে বোমাবাজি। খুনের পরবর্তী অশান্তিতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে নাম সামনে এসেছে।
যদিও ডিজির বক্তব্য, মৃতের সংখ্যা ৮। এই গোটা ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাদু শেখ খুনের পরেও কেন গ্রামে যায়নি পুলিস? খুনের দেড় ঘণ্টা পর আগুন লাগানো হয় বাড়িগুলিতে? এই দেড় ঘণ্টা সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন কোনও ব্যবস্থা নেয়নি? প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে, ভাদু শেখের জন্য পুলিসি নিরাপত্তার সুপারিশ থাকলেও, কেন তা দেওয়া হয়নি? পুলিসি নিষ্ক্রিয়তার জন্যই একটি খুন আর তার বদলায় আরও কতগুলি প্রাণের বলি বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন, Anarul Arrest In Rampurhat Arson: মুখ্যমন্ত্রীর নির্দেশের আড়াই ঘণ্টার মধ্যেই গ্রেফতার আনারুল হোসেন
Rampurhat Arson: গ্রেফতার আনারুল, রামপুরহাটের নয়া ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি