পিয়ালি মিত্র: কোটিপতি কনস্টেবল মামলায় খোঁজ মিলল এসিসিবর হাতে ধৃত কনস্টেবল মনোজিৎ বাগিশের সেই বান্ধবীর। ইতিমধ্যেই বুলা কর্মকারের বয়ান রেকর্ড করা হয়েছে। আদালতে এমনটাই জানিয়েছে এসিবি। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই মহিলা এসিবিকে জানিয়েছে যে, বাগানে যখন ওই পুলিশকর্মীর পোস্টিং ছিল, তখন তাঁর সঙ্গে আলাপ হয়। কনস্টেবলের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। পরে সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুলা কর্মকার নামে ওই মহিলা আরও জানিয়েছেন, তাঁর অজান্তেই পশ্চিমবঙ্গ গ্রামীণ তাঁর বুলার নামে অ্যাকাউন্টে খুলে তাতে ২১ লক্ষ জমা করেন মনোজিৎ। কিন্তু পরবর্তীকালে অন্যজনের সঙ্গে বিয়ের পর সেই টাকা নগদে তুলে নিয়ে শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন মনোজিৎ। ওই মহিলার আরও দাবি, তাঁর নামে গাড়ি কিনলেও সেই গাড়ি কোনওদিন তিনি চড়েনওনি বা দেখেনওনি। পরে সেই গাড়িও স্ত্রীর নামে ট্রান্সফার করে নেন। এসিবি সূত্রে জানা গিয়েছে, মনোজিতের আরও তিনটে ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। যেখানে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ২১ লক্ষ টাকা জমা হয়েছিল। এদিন আদালত ১২ অক্টোবর পর্যন্ত মনোজিতের জেল হেফাজত দেয়। তবে তাঁকে জেলে গিয়ে জেরার আবেদন মঞ্জুর করেছে আদালত।


প্রসঙ্গত, রামপুরহাটে ধৃত পুলিস কনস্টেবল মনোজিৎ বাগিশের যে সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে, তা চোখ কপালে তুলে দেওয়ার মতো। গত ৪ বছরে তাঁর যা আয়, তার থেকে অনেকগুণ বেশি সম্পত্তি করেছেন তিনি। গত ৪ বছরে মনোজিতের বেতন থেকে আয় ১১ লাখ ১২ হাজার ১৩৯ টাকা। কিন্তু তাঁর সম্পত্তি রয়েছে ১ কোটি টাকারও বেশি। তবে মনোজিৎকে গ্রেফতার করলেও প্রথমেই খোঁজ পাওয়া যায়নি তাঁর বান্ধবী বুলা কর্মকারের। তদন্তে উঠে আসে, বান্ধবীকে ১১ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন মনোজিৎ। নিজের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা তিনি পাঠিয়েছেন বান্ধবীর অ্যাকাউন্টে। ২১ লাখ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে বান্ধবীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন মনোজিৎ। 


আরও পড়ুন, Abhishek Banerjee: 'পারলে আমাকে আটকাও', চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক জানালেন ইডিতে নয়, দিল্লিতেই যাবেন!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)