নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে পাচার হওয়ার আগেই বসিরহাট থেকে ৬৩৭টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল পশ্চিমবঙ্গ বনদপ্তর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কচ্ছপগুলির বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। গ্রেপ্তার ১ পাচারকারী। পাচারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ করছে বনদপ্তর।


জানা গিয়েছে, মূলত ভারতের উত্তর প্রদেশ থেকে এই 'ইন্ডিয়ান সফট শেল টার্টল' (Indian SoftShell Tortoise) প্রজাতির কচ্ছপ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাচার করা হয়। এবং পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বনদপ্তরের কাছে খবর এসেছিল বসিরহাট সীমান্ত দিয়ে পাচার হচ্ছে প্রচুর পরিমাণ বিরল প্রজাতির কচ্ছপ।


খবর পেয়ে মঙ্গলবার সকালে বনদপ্তরের কর্মীরা বসিরহাট বদরতলা নৈহাটি এলাকায় হানা দেন। সেখানে একটি বাড়িতে মজুত  ১৫ বস্তা বিরল প্রজাতির ৬৩৭টি কচ্ছপ উদ্ধার করেন তাঁরা। যার বাজারদর প্রায় ৬ লাখ টাকার মতো। 


এই ঘটনায় যুক্ত এক পাচারকারীকে গ্রেফতারও করা হয়। বসিরহাট আদালতে তাকে মঙ্গলবার বিকেলেই তোলা হয়। তার ১০ দিনের জেল হেফাজত ঘোষিত হয়েছে। কচ্ছপ পাচারচক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চলছে।


Also Read: ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে, জখম কিশোরী