নিজস্ব প্রতিবেদন: এক বিরল প্রজাতির ঈগলকে দেখা গেল পূর্ব মেদিনীপুরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নন্দীগ্রাম ২ ব্লকের কৃষ্ণনগর গ্রামের একটি মাঠ থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় মানুষজন। গতকাল বিকেলে একটি মাঠে অসুস্থ এই পাখিটি সকলের নজরে আসে। কোনও ভাবে আহত হয়েছিল পাখিটি। তবে সেটিকে মাঠে দৌড়তেও দেখা গিয়েছিল। পাখিটির ওজন প্রায় ১০-১২ কেজি।


পাখিটিকে ধরে স্থানীয় একটি ফাঁকা দোকানঘরে সেটিকে রেখে বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বনদপ্তরের কর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করেন। পাখিটিকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।


বনদপ্তরের তরফে বলা হয়, এটি একটি গোল্ডেন প্রজাতির ঈগল। বিরল প্রজাতির এই পাখিটিকে সাধারণত বড় ও ঘন জঙ্গল এলাকায় পাওয়া যায়। শুধু বিরলই নয়, এটি এক বিলুপ্তপ্রায় প্রজাতি বলেও জানা যায়।


বনদপ্তরের কর্মীরা জানান, পাখিটিকে সুস্থ করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।


Also Read: ৩২ বছরে ৭২ বার Cobra-র কামড় খেয়েছেন এই ব্যক্তি! সাপ (Snake) কি প্রতিশোধ নেয়?