নিজস্ব প্রতিবেদন: একেবারে ফিল্মি কায়দায় টাকা লুঠ।১২০ টাকার টোপ দিয়ে ২ লক্ষ ৮৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বালুরঘাটের এসবিআই-এর সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লজেন্সের প্রলোভনে যৌন নির্যাতন, আলিপুর স্কুলের চৌকিদারের কুকীর্তি ফাঁস


শিবতলিতে রেশন ডিলারের ম্যানেজারের কাজ করেন বিকাশ ভৌমিক। গতকাল ৩ লক্ষ টাকার চেক জমা দেন ব্যাঙ্কে। তুলে নেন ২ লক্ষ ৮৫ হাজার টাকা। পুরো টাকা ব্যাগে ভরে রাস্তায় বেরোন। টাকা ভর্তি ব্যাগ রাখেন সাইকেলের ঝুড়িতে।তখনই হাজির এক যুবক। বিকাশবাবুকে বলে তাঁর পকেট থেকে ১২০ টাকা পড়ে গেছে। বিকাশবাবু ফিরে দেখেন বেশকয়েকটি ১০-২০ টাকা নোট পড়ে আছে। নীচু হয়ে তা তুলেও নেন তিনি। কিন্তু, ততক্ষণে সাইকেলের ঝুড়ি থেকে উধাও হয়ে গেছে ২ লক্ষ ৮৫ হাজার টাকা। পগার পার ওই যুবকও।


আরও পড়ুন: বাসে পাশে বসেই এক মহিলা এই ব্যক্তির সঙ্গে যা করলেন...


বিকাশ ভৌমিককে জেরা শুরু করেছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক ও তার বাইরের সিসি ক্যামেরার ফুটেজও।