বাসুদেব চট্টোপাধ্যায়: আসানসোলে রশিতে টান দিয়ে ইসকনের রথের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। রথ টানার সুযোগ পেয়ে আপ্লুত আসানসোলের সাংসদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার বিকেল তিনটে নাগাদ আসানসোলে ইসকনে রথের রশিতে টান পড়ে। রথযাত্রার উদ্বোধনে শত্রুঘ্নের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়-সহ ইসকনে ভক্তবৃন্দ। বুধা মোড় থেকে এসবি গড়াই রোড হয়ে নুরুদ্দিন রোড, আশ্রম মোড়, জি টি রোড হয়ে যাত্রা শেষ হয় বুধা ময়দানে।


এদিকে, রথযাত্রা শুরুর পরই শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি। প্রবল সেই বৃষ্টি উপেক্ষা করেই রথ টেনে নিয়ে যান ভক্তবৃন্দ। রথযাত্রা উপলক্ষ্যে সাত দিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বুধা ময়দানে।


রথ টানতে পেরে শত্রুঘ্ন সিনহা বলেন, সাংসদ হয়ে রথ টানার সুযোগ হল। এর জন্য আমি আপ্লুত। নিজেকে ধন্য বলে মনে করছি। 


অন্যদিকে, মন্ত্রী মলয় ঘটক বলেন, তেত্রিশ বছর ধরে এখানে ইসকন রথ বের করে। প্রতি বছরের মতো এবারও আমরা এই রথযাত্রায় এসেছি। এমন এক দিনে কামনা করব, আসানসোলের মানুষ যেন শান্তিতে থাকেন।


আরও পড়ুন-কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বাঁচলেন শুভেন্দু অধিকারী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)