নিজস্ব প্রতিবেদন : সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেল পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এরাজ্য়ের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। এরফলে রাজ্যে করোনায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৩৬ জন। সারা রাজ্যের মধ্যে কলকাতাতেই পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায়  কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন। কলকাতায় এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯০০ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে রাজ্যে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। ফলে রাজ্যে করোনায় মোট মৃত বেড়ে এখন ২২৩ জন। কো-মরবিডিটির কারণে মৃতের সংখ্যা অবশ্য ৭২-ই আছে। সরকারি হিসে অনুযায়ী, এই মুহূর্তের রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২,৫৭৩ জন। 


তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি, সামান্য একটু স্বস্তির খবরও আছে। তা হল গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আরও ৯০ জন। এরফলে এখন পর্যন্ত এরাজ্যে মোট ১,৬৬৮ জন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৩৬.৭৭ শতাংশ। 


আরও পড়ুন, কেন্দ্র সাহায্য করতে প্রস্তুত, তবে কোনও সরকার লিজ আমরা নেব না : দিলীপ