নিজস্ব প্রতিবেদন: ভোট উত্তাপে তেতে রয়েছে গোটা রাজ্য। অব্যহত রাজনৈতিক সংঘর্ষও। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তৎপর রাজ্যের পুলিস প্রশাসন। ষষ্ঠদফা ভোটের আগে আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুস্কৃতীকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিস। জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছায় পুলিস বাহিনী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার ও দুটি তাজা কার্তুজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ঝলসে দেওয়া গরম-তাপপ্রবাহের মধ্যেই রবিবার ভোট, নাভিশ্বাস ভোটকর্মীদের


এদিন পুলিস খবর পায় জয়নগর থানার মনশাতলা এলাকায় একটি মাঠে একটি দল জড়ো হয়েছে। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকা ঘিরে ফেলে পুলিস। বুঝতে পেরে পালানোর চেষ্ঠা করেও ব্যর্থ হয় ঐ দুস্কৃতীর দল। আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুস্কৃতকারীকে ধরে ফেলে পুলিশ। 


ধৃতদের নাম  মনিরুল লস্কর, সাহারুল মোল্লা, ভিকি রায়, শুভজিত রায় ও শুভঙ্কর মন্ডল। জানা গিয়েছে এরা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মনসাতলা বাজারে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এরা। তবে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল এবং এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।



শনিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে নিজেদের হেপাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে জয়নগর থানার পুলিস।