নারায়ণ সিংহ রায়: করোনার কারণে গত দুবছর রাস্তায় নামানো যায়নি রথ। এবার সেই দশা কেটেছে। মাহেশ, কালনা, মায়াপুর-সহ রাজ্যের বহু জায়গায় রাস্তায় নেমেছে রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাচ্ছেন মাসির বাড়ি। কিন্তু শিলিগুড়িতে দেখা গেল অন্য ছবি। রথের দিনে শহরের রিক্সা চালকদের সম্মান জানাল এক সমাজসেবী সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রথের দিন শিলিগুড়ির চিলড্রেন্স পার্কে দেখা গেল অন্য এক দৃশ্য। এলাকার মানুষজন অবশ্য একে 'অন্যরকম রথযাত্রা'-ই বলছেন। চিলড্রেন্স পার্কে এদিন রথের বদলে রাস্তায় নামল রিক্সা। শহরের ১০ রিক্সা চালককে বেছে নিয়ে তাদের বসানো হয় রিক্সায়। সমাজসেবী পুলিস কর্মী বাপন দাস ও স্টুডেন্টস সোসাইটি অব শিলিগুড়ির উদ্যোগে আজ ১০ জন রিক্সা চালককে ১৮ রকম জিনিস-সহ মোট পাঁচদিনের খাদ্য সামগ্রী দিয়ে, রিক্সায় বসিয়ে ঘোরানো শহরে রাজপথ থেকে অলিগলি।


সমাজসেবী বাপন দাস জানান, যারা হাজার কষ্টকে উপেক্ষা করে, পেটের দায়ে মানুষের ভার বহন করে, আজ তাদের ভার বহন করতে পেরে খুব ভালো লাগছে। মানুষ হয়ে মানুষের পাশে আমরা সবসময়ই দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াব। 


অপরদিকে রিক্সচালক চালক অজয় বর্মণ ও রাজেশ রায় জানান, 'এতদিন আমরা মানুষের ভার বহন করেছি, আজ প্রথমবার কেউ আমাদের রিক্সায় বসিয়ে শহর ঘোরাচ্ছে, আমরা খুব খুশি'।


আরও পড়ুন-Rath Yatra: রথযাত্রায় সেজে উঠেছে ইসকন, ৬২৬ বছরের প্রাচীন মাহেশে 'মহা ধুমধাম'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)