নিজস্ব প্রতিবেদন: পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিনয় তামাং। তিন দিনের সফরের শুরুতেই মন্তব্য দিলীপ ঘোষের। বনধ তোলায় বিমল গুরুংদের ধন্যবাদও দেন তিনি। বনধ ওঠার পর এই প্রথম সমতলের কোনও দলের পাহাড় সফর। ৩ দিনের সফরে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির ৭ সদস্যের প্রতিনিধি দল। আজ কালিম্পং, কাল দার্জিলিঙে দলীয় কর্মী ও মোর্চা নেতাদের সঙ্গে দেখা করবে তারা। শুক্রবার সিকিম যাবেন দিলীপ ঘোষ। তবে, বিমল গুরুংয়ের সঙ্গে দেখা হওয়ার প্রশ্ন নেই বলে দাবি করেছেন তিনি। কেন্দ্র প্রস্তুত থাকলেও রাজ্য সরকার পাহাড় নিয়ে আলোচনা চাইছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের। 


বিজেপি নেতারা পাহাড়ে ওঠার আগেই কালিম্পঙে তাঁদের বিরুদ্ধে কালো পতাকা, পোস্টার। পোস্টার পড়েছে জাপের নামে। সাংসদ এসএস আলুওয়ালিয়া-সহ বাকিরা পাহাড়বাসীর অসময়ে কোথায় ছিলেন? প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে। দিলীপ ঘোষদের পাহাড় সফরকে বিমল গুরুং স্বাগত জানালেও বিরোধিতায় সরব বিনয় তামাং। গোর্খাদের আবেগ নিয়ে রাজনীতির অভিযোগে, বিজেপি প্রতিনিধি দলকে কালো পতাকা দেখানোর হুমকি দিয়েছে GNLF-ও।