নিজস্ব প্রতিবেদন: রাজ্য় সড়কে বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই প্রাণ হারালেন একজন। আহত হলেন আরও ১৫ জন। দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকলে (Domkal in Murshidabad)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদের জলঙ্গি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। ডোমকলের নাজিরপুরের কাছে রাজ্য সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। তখন উল্টো দিকে বাইকে করে আসছিলেন এক মৎস্যজীবী। বাসটি প্রথমে সেই বাইকে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। 


আরও পড়ুন: Haskhali Rape Case: 'ফাঁসি চাই', হাঁসিখালিকাণ্ডে CBI তদন্তে 'বিচার' প্রার্থনা নির্যাতিতার মায়ের


বাসের ভিতর আটকে পড়েন যাত্রীরা। প্রথমে উদ্ধার করে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কোনওরকমে বাসটি খানিকটা সোজা করে যাত্রীদের বের করতে শুরু করেন তাঁরা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহত অবস্থায়  ১৫ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় ডোমকল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়। তারপর সকলেই স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। মারা গিয়েছেন বাসের খালাসি। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় রাজ্য সড়কে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)