ওয়েব ডেস্ক: আসানসোল কর্পোরেশনের নিরানব্বই নম্বর ওয়ার্ড। ভোটে জেতা কাউন্সিলর রয়েছে। কিন্তু রাস্তা নেই। রাস্তার অভাবে গ্রামে বিয়ে হচ্ছে না। বাজছে না সানাই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিয়া-বিবি রাজি তো ক্যায়া করেগা কাজি। মিয়া-বিবির এই রসায়নে কাজির ভূমিকা না থাকলেও রাস্তার একটা ভূমিকা রয়েছে। সেটা আসানসোলের বিনোদবাঁধ এলাকায়। মানে নিরানব্বই নম্বর ওয়ার্ড। খারাপ রাস্তার জন্য বিয়ে হচ্ছে না। বহুদিন বিনোদাবাঁধে বিয়ের ভোজ হয়নি। 


আদতে রাস্তা বলেই কিছু নেই। পাথুরে জমির ওপর সবুজ ঘাসের দস্তানা, কোথাও কোথাও হেটে পথ চলার নিশানা। ওইটুকুই, গাড়ি ঢোকে না। শহর আসানসোল যেতে হলে শ্রীচরণ ই ভরসা। কিন্তু  বিনোদবাঁধে জনসংখ্যা যে কম এমনটা নয়। প্রায় তিনহাজার। পড়াশোনা আছে, অসুখ বিসুখ আছে। কিন্তু যাতায়াতের ব্যবস্থা নেই।


ভোটের সময় অবশ্য নেতারা রাস্তা তৈরির প্রতিশ্রুতি প্রতিবারই দিয়ে থাকেন। এলাকার সব মানুষ উত্‍সবের মেজাজে ভোট দেন। রাস্তা আর হয় না। আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান বলছেন, অভিযোগ নেই। কাউন্সিলর জানেন না। এলাকায় কটা ভোট আছে সেই খবর কাউন্সিলরের কাছে। কিন্তু রাস্তা নেই সেটা জানেন না। এও কী সম্ভব।