এবার গোয়েন্দাদের নজরে স্বর্ণ সংস্থা ‘অদ্রিজা’, সিল হওয়ার আশঙ্কা
শহরের তিন জায়গায় ইতিমধ্যে তল্লাসিতে নেমেছেন ইডি গোয়েন্দারা। রাতের মধ্যেই দোকান সিল করে দিতে পারেন গোয়েন্দারা।
নিজস্ব প্রতিবেদন: রোজভ্যালিকাণ্ডে শহরজুড়ে তল্লাসি অভিযানে নামল ইডি। রোজভ্যালির সোনা কেনাবেচার সংস্থা অদ্রিজায় তল্লাসি গোয়েন্দাদের। ইডির সন্দেহ, চিটফান্ডের টাকার একটা বড় অংশ পাচার করা হয়েছে রোজভ্যালির এই স্বর্ণ-সংস্থায়। শহরের তিন জায়গায় ইতিমধ্যে তল্লাসিতে নেমেছেন ইডি গোয়েন্দারা। রাতের মধ্যেই দোকান সিল করে দিতে পারেন গোয়েন্দারা।
আরও পড়ুন: পর্যটকে টইটুম্বুর দিঘায় ভাঙা হল একের পর এক হোটেল
অন্যদিকে, চিটফান্ড তদন্তের মতো গুরুত্বপূর্ণ মামলায় তাঁর ভূমিকার প্রশ্ন তুলে এবার রাজ্য পুলিসের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থকে নোটিস পাঠাল সিবিআই। সিবিআইয়ের এই নোটিসে চিটফান্ড তদন্তে নয়া মোড় নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: বীরভূমের খয়রাশোলে খাদে যাত্রীবোঝাই বাস
নোটিসে সিবিআই জানতে চেয়েছে, চিটফান্ড কাণ্ডে সিআইডি তদন্ত করে কী ব্যবস্থা নিয়েছে? সারদা, রোজভ্যালি, আই কোরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?