নিজস্ব প্রতিবেদন: পুলিসকে ছাড়াই দল চালাতে হবে। সব কিছু পুলিসকে জানানোর দরকার কী? বৈঠকে দলীয় বিধায়কদের এমনই নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বিধানসভায় ২ বর্ধমান জেলার তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। সেখানে তিনি বলেন, পুলিস নির্ভর হবেন না। সব কিছু পুলিসকে জানানোর দরকার নেই। আগে যখন পুলিস আমাদের সঙ্গে ছিল না তেমন ভাবে কাজ করুন।'


বৈঠকে সবাইকে ফের একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। জেলা কমিটিতে বিধায়কদের রাখা বাধ্যতামূলক বলে জানিয়ে দেন তিনি। সঙ্গে প্রাধান্য় দিতে বলেন মহিলা ও অনগ্রসর শ্রেণিকে। 


বাংলাদেশ আমাদের বন্ধু, কিন্তু না থাকলে তিস্তার জল দেব কোথা থেকে: মমতা


এদিন মমতা বলেন, 'যত তাড়াতাড়ি সম্ভব জেলা কমিটিগুলিকে গড়তে হবে সংশ্লিষ্ট জেলার সভাপতিকে। কমিটিতে সব পক্ষের প্রতিনিধি রাখতে হবে। রাখতে হবে সব বয়সের প্রতিনিধিত্ব।'


লোকসভা নির্বাচনের পর থেকে গোটা রাজ্যের মতো বর্ধমানেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল নেমেছে। ২ বর্ধমান জেলার ৩ আসনের মধ্যে ২টিতে জিতেছে বিজেপি। আসানসোল ছাড়াও বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছে তারা। দলের সংগঠন ধরে রাখতে জনপ্রতিনিধিদের ভূমিকা বোঝাতে এদিন বিধায়কদের সঙ্গে মমতা বৈঠক করেন বলে মত রাজনৈতিক মহলের।