এক সপ্তাহের মধ্যেই স্থায়ী উপাচার্য পাবে বিশ্বভারতী, অস্থায়ী উপাচার্য নিয়োগ করে জানাল দিল্লি
গত ২ বছর ধরে বিশ্বভারতীতে কোনও স্থায়ী উপাচার্য নেই। অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হল সবুজকলি সেনকে।
নিজস্ব প্রতিবেদন : প্রায় দু'বছর পর অবশেষে অভিভাবক পেতে চলেছে বিশ্বভারতী। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, আগামী এক সপ্তাহের মধ্যেই বিশ্বভারতীর স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হবে। মাঝের এই সময়কালের জন্য অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হল সবুজকলি সেনকে।
অস্থায়ী উপাচার্য স্বপন দত্তের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত একসপ্তাহ ধরে অভিভাবকহীন হয়ে পড়েছিল বিশ্বভারতী। সংবাদমাধ্যমে সেই অচলাবস্থার কথা প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। শুক্রবার রাতে বিশ্বভারতীর অ্যাক্টিং রেজিস্টার অমিত হাজরার কাছে মন্ত্রকের ফোন আসে।
বিশ্বভারতীর তরফে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে সবচেয়ে সিনিয়র ডিরেক্টর হিসেবে সবুজকলি সেনকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তারপরই বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য হিসেবে সবুজকলি সেনের নাম চূড়ান্ত হয়।
আরও পড়ুন, দল সুযোগ-সন্ধানীদের ওপর কড়া নজর রাখছে : সুব্রত বক্সী
বিশ্বভারতীরই প্রাক্তন ছাত্রী সবুজকলি সেন। বর্তমানে তিনি শ্রীনিকেতনের ডিরেক্টর পদে ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ২ বছর ধরে কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য নেই।