নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় সেফ হোম চালু করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। কিছুদিন আগেই সেফ হোম তৈরির পরিকল্পনা করার কথা ঘোষণা করা হয়েছিল। আজ, শনিবার তারই শুভ সূচনা করা হল মঠের তরফে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১ জুন থেকে কোভিড রোগীদের (covid) জন্য ৫০  বেডের সেফ হোম খুলে দেওয়া হবে বেলুড়ে (belur math)। যার ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। 


আরও পড়ুন: রাজনীতির উর্ধ্বে মানবতা, বর্ধমানে কোভিডে মৃত BJP কর্মীর বাবার সত্‍কার TMC-র


শনিবার মঠের আচার-রীতি মেনে শ্রীশ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামী বিবেকানন্দের পূজা করে সেফ হোমের (safe home) আনুষ্ঠানিক সূচনা পর্ব সারা হল।


সারদা পীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজী মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীরা পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন। রামকৃষ্ণ মঠ ও মিশন (ramakrishna math and mission) কর্তৃক চালু হতে চলা এই সেফ হোম বেলুড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক বিশাল প্রাপ্তি।


আরও পড়ুন: সুপার স্প্রেডারে'র তালিকায় কি এবার আয়া এবং পরিচারিকাও? ভাবছে KMC