পার্থ চৌধুরী: আজকের গতির যুগে বন্ধু পাওয়াই তো দায়! সকলেরই নানা কাজ থাকে। বন্ধু কে হবে? আশ্চর্যজনক ভাবে প্রযুক্তির ব্যবহার ইদানীং দূরকে নিকট করলেও বন্ধুর সংখ্যা কিন্তু ক্রমশ কমছেই। আর ঠিক এই অবস্থায় বন্ধু খোঁজার জন্য একটা গোটা মেলা! হ্যাঁ। এমনই আশ্চর্য আজব এক মেলা বসেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের সরঙ্গা গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Two Vande Bharat Expresses: অন্ধকারে জোড়া বিপদ! দু'টি ভিন্ন রুটের 'বন্দে ভারতে' ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা...


এই অদ্ভুত মেলা প্রতি বছর বসে না। এবারে প্রায় এক যুগ পরে এগারো বছর পরে এখানে বসেছে এই বন্ধু মেলা তথা 'সহেলা' মেলা। মা মনসাকে সামনে রেখে এই বন্ধুত্বের মেলবন্ধনের মেলা হয় এখানে। 
সম্ভাব্য বন্ধুরা সমবেত হলে এই মেলায় একে অপরকে নানা উপচারে বরণ করা হয়। এরপর মালা পরিয়ে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়। তারপর সারাজীবনের মতো একে অপরের সঙ্গে 'সই' বা ' মিতালি' পাতিয়ে নেওয়া হয় এখানে।


দূর দূরান্ত থেকে দলে দলে মানুষ এই মেলায় যোগ দিতে আসেন। বন্ধুত্ব পাতাতে। আর হ্যাঁ। এখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণের বালাই নেই। যে কেউ এখানে যে-কারও বন্ধু হতে পারেন। আবার এক নয়, একাধিক বন্ধুত্বও তাঁরা পাতাতে পারেন। এ এক মজার মেলা। আনন্দের মেলা।


আরও পড়ুন: Russia: এবার তৈরি হচ্ছে 'মিনিস্ট্রি অব সেক্স'! সরকার কী কাজ করবে এই দফতরের মাধ্যমে?...


দামোদর আর দ্বারকেশ্বর নদের অববাহিকায় এই মেলা হয়। বন্ধুত্বের এই রীতি পালিত হয় বাঁকুড়ার ইন্দাস, বর্ধমানের খন্ডঘোষের নানা এলাকায়। এক যুগ পরে-পরে ফিরে আসে এই মেলা। এবারে হচ্ছে সরঙ্গায়। এলাকার বাসিন্দারা জানান, যুগ যুগ ধরে এই মেলা চলে আসছে। বলা হয়, ইংরেজি ১৩০০ সাল থেকে  এই মেলা চলে আসছে। মেলায় থাকে আনন্দ উপভোগের নানা উপকরণ। তিনদিন ধরে যাত্রা, ছৌ নাচ, গানের অনুষ্ঠান হয়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে আরও দু'দিন। শেষ হবে বৃহস্পতিবার। যাবেন নাকি, এই মেলায় বন্ধুত্ব পাতাতে?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)