Sandeshkhali Violence: ডিজি ফিরতেই ফের উত্তাপের ছোঁয়া সন্দেশখালিতে! বিক্ষোভের মুখে বিধায়ক, জ্বলল আগুন...
শিশু-মহিলা-SC-র পর এবার সন্দেশখালিতে ST কমিশন। মুখ্যসচিব ডিজিকে নোটিস দিয়ে জবাব তলবের পর সরেজমিনে গ্রাউন্ডজিরো। সদলবলে গ্রামে গিয়ে তথ্যতালাশ ভাইস চেয়ারম্যানের। ফিরে রাষ্ট্রপতিকে রিপোর্টের তোড়জোড়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধুই জবরদখল, নারী নির্যাতন, শিশু নিগ্রহ নয়। সন্দেশখালিতে ফের মানবপাচারের অভিযোগ। BJP-র NIA দাবির পরেই সরব বাসিন্দারাও। ৭ বছর নিখোঁজ মেয়ে। গ্যাং শাহজাহানের অনুমতি ছাড়া নালিশ নেয়নি থানা। ST কমিশনে দরবার মায়ের। সন্দেশখালিতে আঁতকে ওঠা অভিযোগ। শুধুই অনুমতি নয়। মেয়ে বিক্রির নালিশ জানাতে গেলে শাহজাহান শিবু উত্তমের সুপারিশ দাবি। নেতাদের দিয়ে লিখিয়ে আনার ফরমান থানার। কাল ডিজির আশ্বাস। তবে এখনও হয়নি মামলা। সরব অসহায় মা।
আরও পড়ুন, Sandeshkhali:টোটোয় চেপে সারাদিন ঘুরলেন গ্রামে, রাতেও সন্দেশখালিতেই রাজীব!
এদিকে ইডি হামলার ৪৯দিন। জনরোষের ১৬। সন্দেশখালিতে এখনও অধরাই শাহজাহান। এদিন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালি পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। এদিন সুকুমার মাহাতো বলেন, 'আমরা মানুষের ক্ষোভ শুনছি। আমরা চাই মানুষের সাহায্য করতে। কাউকে উসকে দেওয়ার মানসিকতা নেই। ১৫টা বুথের ৪টে বুথে গন্ডগোল হচ্ছে। সেখানেই শান্তি ফেরাতে হবে। যারা টাকা পায়নি সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করবো।' যদিও শেখ শাহজাহানের বিষয়টি কার্যত এড়িয়ে যান তিনি।
সরেজমিনে সন্দেশখালি। গ্রাউন্ডজিরোয় DGর অ্যাকশন। কাল দিনভর থানায় বৈঠক, গ্রামে তথ্যতালাসের পর দ্বীপে দ্বীপে অপারেশন। রাতে ADG দক্ষিণবঙ্গ, SP বসিরহাটকে নিয়ে লঞ্চে মিটিং। সকালে কলকাতা ফিরেই নবান্নে রাজীব। সন্দেশখালির সমস্যা মোকাবিলায় জোর। পুলিসের যা যা করণীয়, করা হবে। দোষীরা শাস্তি পাবেই। তবে আইনশৃঙ্খলা নিজের হাতে নয়। শাহজাহান ইস্যুতে মুখ না খুলেই গ্রামবাসীদের বার্তা ডিজির।
কাল দুপুরেই লঞ্চ পেরিয়ে টোটোয় চড়ে গ্রামে রাজীব কুমার। প্রথমে থানায় গিয়ে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিসের ডিজি। তারপর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমানকে নিয়ে টোটোয় করে গ্রামে ঘোরেন রাজ্য পুলিসের ডিজি। কীভাবে বিক্ষোভে রাশ? ব্লুপ্রিন্ট তৈরি করতে এডিজি দক্ষিণ বঙ্গ, এসপি বসিরহাটকে নিয়ে থানায় বৈঠকও সারেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার।
কোর্টের সারেন্ডার নির্দেশ, বারবার এজেন্সির তলব এড়িয়েও বহাল তবিয়তেই নেতা। আড়াল করছে পুলিসই। তোপ বিরোধীদের। পাল্টা রাজধর্মের সওয়াল দেবাংশুর। শুধুই সরেজমিন-আশ্বাস নয়। ডিজির কড়া নির্দেশে অ্যাকশনে পুলিসও। অবিলম্বে দখলমুক্ত জমি। পাওনা টাকা মেটানোতেও। আগেই শুরু জমির জরিপ। রাজীবের বৈঠকের পর সহকারি জেলাশাসকের উপস্থিতিতে আজই হস্তান্তরের চ্যালেঞ্জ।
আরও পড়ুন, Hooghly News: ধসে পড়ল মাটির ঘর! অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)