মনোজ মণ্ডল: গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় ইডি কর্মকর্তাদের। ইডি ও নিরাপত্তা বাহিনীর অফিসারদের উপর হামলার অভিযোগ ওঠে শেখ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। তাতে বেশ কয়েকজন ইডি অফিসার আহত হন। ওই ঘটনার পর থেকেই পলাতক শেখ শাহজাহান। প্রশ্ন উঠছে এভাবে তদন্তকারী সংস্থার উপরে হামলা হলে আইনশৃঙ্খলার আর কী বাকী থাকে? এনিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইডি অফিসারদের বিরুদ্ধে বিক্ষোভকে কার্যত সমর্থন জানালেন কৃষিমন্ত্রী। তার অভিমত 'এখন বাংলার একটা জায়গায় জনবিস্ফোরণ হয়েছে, এরপর সারা দেশে এই জনবিস্ফোরণ হবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দিনের পর দিন যৌন হেনস্থা করেন শিক্ষক, প্রধানমন্ত্রীর দ্বারস্থ ৫০০ কলেজ ছাত্রী


ইডি অফিসারদের উপরে হামলা নিয়ে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, 'আইন মেনে চলা দেশের একজন নাগরিক হিসেবে বলতে পারি, রাজ্য সরকারের কোনও তদন্তকারী সংস্থা হোক, কেন্দ্র সরকারের কোনও তদন্তকারী সংস্থা হোক তারা যদি কোনও খোঁজখবর করে, তল্লাশি চালায় তাহলে সেই তদন্তকারী সংস্থাকে সাহায্য় করা উচিত।' তবে এনিয়ে একেবারে উল্টো কথা বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।


সোমবার মধ্যমগ্রামে দলের কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা শেখ শাহজাহানকে নিয়ে তাঁকে প্রশ্ন করেন। এতেই শোভনদেব বলেন 'এরপর ইডি সহ কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্তে এলেই জন বিস্ফোরণ হবে। এখন তো সবে একটা জায়গায় হয়েছে। এরপরে সারা বাংলা জুড়ে জন বিস্ফোরণ এবং ভারতের যে সকল রাজ্যের বিজেপি ক্ষমতায় নেই সেখানে হবে। যেখানে বিজেপি সরকারে আছে সেখানে ইডি দুর্নীতি দেখতে পাচ্ছে না। শুধু ইডি বলেই নয়, যে (এজেন্সি) যাবে সেখানে তাতেই জনবিস্ফোরণ হবে।'


শোভনদেব আরও বলেন 'ওদের (বিজেপির) সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে। তেমনি আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে। আমাদের এই লড়াইটা চালতেই থাকবে। ওদের গণসংগঠন নেই, ওদের কেবলমাত্র গণতন্ত্র হত্যা করার জন্য এজেন্সি আছে। আমাদের এই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিনে বিজেপিকে মোকাবিলা করা হবে।'


শেখ শাহজাহান কোথায়? তা নিয়ে প্রশ্ন করতেই শোভনদেব বলেন 'শেখ শাহজাহান নেই তো কি হয়েছে, তার দাদু আছে। আদানি, আম্বানি আছে। আজকে ক্যাগ রিপোর্ট বলছে মোদি সরকারের আমলে কেন্দ্রে ৫.৭ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তার কাছে শাহজাহান কে? শাহজাহান ধোপে টেকে? এসব কথা জিজ্ঞেসা করবে না। বরং জিজ্ঞাসা করুন কেন্দ্রীয় সরকার কত টাকার দুর্নীতি করেছে। আইন আইনের মতো চলবে।?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)