নিজস্ব প্রতিবেদন: সন্দেশখালির ন্যাজাটে দলের ২ কর্মীর খুনের প্রতিবাদ রাজ্য কালাদিবস পালন করছে বিজেপি। বসিরহাট মহকুমায় চলছে ১২ ঘণ্টার বনধ। এরমধ্যেই বাসন্তী হাইওয়ের কানমারি মোড়ে পথ অবরোধ করলেন বিজেপি সমর্থকরা। ফলে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সরকারি বাস সহ বহু যানবাহন। সময় যত গড়াচ্ছে গাড়িঘোড়ার লাইন ততই দীর্ঘ হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ICC World Cup 2019: ওভালে অজি বধ! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় টিম ইন্ডিয়ার


বিজেপি কর্মীদের বক্তব্য, মানুষের অসুবিধা হচ্ছে হোক আমাদের ২ কর্মী খুনের বিচার চাই। নিখোঁজ অন্য এক কর্মীকে খুঁজে দিতে হবে। কোনও বাস চলতে দেব না। সাধারণ মানুষ দেখুক আমাদের ওপরে কীভাবে অত্যাচার চলছে।



অবরোধের পাশাপাশি বনধে শুনসান কানমারি মোড়। অধিকাংশ দোকানপাট বন্ধ। রাস্তায় নেই লোকজন। কানমারি ছাড়াও বিভিন্ন জায়গায় চলেছে অবরোধ। এমনকি পুলিসের গাড়িও দাঁড় করিয়ে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়েই পরিস্থিতির ভিডিও রেকর্ড করেন পুলিস আধিকারিকরা।


আরও পড়ুন-শহরে ফের আগুন, সল্টলেকে পুড়ে ছাই পরিবহণ সংস্থার দফতর  


এদিকে, শনিবারের ঘটনার পর এখনও বসিরহাটে বিভিন্ন জায়গায় আতঙ্ক রয়েছে। এলাকার বিভিন্ন জায়গায় এখনও পড়ে রয়েছে গুলির খোল। এলাকার মানুষের অভিযোগ, গন্ডগোল শুরু পরই এলাকা ঘিরে ফেলে বাইক বাহিনী। চলতে থাকে গুলি। ওই বিশাল দুষ্কৃতী বাহিনী কীভাবে এলাকায় ঢুকলো, কীভাবে এত গুলি বন্দুক আসল তা নিয়ে পুলিসকে কাঠগড়ায় তুলেছেন সাধারণ মানুষ।